গণিত বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে জাফর ইকবাল স্যার কি লিখেছেন
মুহম্মদ জাফর ইকবাল। গল্প-উপন্যাস, সায়েন্স ফিকশন, পত্রিকায় কলাম, বিজ্ঞান আরও কত্ত কত্ত বিষয়ে তিনি যে লেখেন। বয়স সাত বা সত্তর যাই হোক আপনার বয়সের জন্যও মুহম্মদ জাফর ইকবাল স্যার কিছু না কিছু লিখেছেন।
শিশুকিশোরদের জন্য গল্প, সায়েন্স ফিকশন এর পাশাপাশি বিজ্ঞান, গণিত নিয়েও প্রচুর লিখেছেন তিনি। চলুন দেখি এধরনের কি কি বই আছে?
থিওরি অফ রিলেটিভিটিঃ আইনস্টাইন এর এই থিওরি নিয়ে আমাদের যত আগ্রহ সেই তুলনায় জানার সুযোগ কম। বাংলায় তো আরও কম। জাফর ইকবাল স্যার আমাদের আগ্রহ পুরনের বড় সুযোগ করে দিয়েছেন এই বই লিখে।
সহজ ক্যালকুলাসঃ বীজগণিতের পর বিজ্ঞান এবং আরো কিছু বিভাগের শিক্ষার্থীদের ক্যালকুলাস নামক নতুন একটা গণিত শিখতে হয়। প্রশ্নটা হল এ নতুন গণিত কেন শিখতে হবে? বলা যেতে পারে এই প্রশ্নটা মাথায় রেখেই মুহম্মদ জাফর ইকবাল স্যার লিখেছেন এই বইটি। পাশ্চাত্যে ক্যালকুলাস বুঝার জন্য একাডেমিক বই ছাড়াও সব বয়সের মানুষের জন্য নানান লেখকের বই থাকলেও বাংলাদেশের লেখকের হয়তো এটাই প্রথম বই। যা নবম দশম শ্রেণির ছাত্ররাও বুঝতে পারবে, এমনভাবেই লেখা।
কোয়ান্টাম মেকানিক্সঃ পদার্থবিজ্ঞানের রহস্যময় জগৎ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমাদের পরিচিত জগতে আমরা যা দেখে অভ্যস্থ, কোয়ান্টাম মেকানিক্স এ তার কিছুই মেলে না! অণু-পরমাণু সেই ক্ষুদ্র জগৎকে ব্যাখ্যা করার জন্য এক সময় কোয়ান্টাম মেকানিক্স নাম দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা বিজ্ঞান গড়ে উঠেছিল। তাই নিয়েই এই বই
একটুখানি বিজ্ঞানঃ পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিজগৎ, মহাকাশবিজ্ঞান, মনোবিজ্ঞান এসব ব্যাপারে প্রাথমিক ধারনা পেতে এই বইয়ের জুড়ি নেই। সায়েন্স পড়া নেই এমন কেউও খুব সহজে বুঝবে।
আরো একটু খানি বিজ্ঞানঃ এই বইটাকে আগের বইয়ের সিকুয়েল বলা যায়। আরও গভীর ও ডিটেইলে আলোচনা করা হয়ছে বিজ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে।
নিউরনে অনুরণনঃ গণিত নিয়ে একসময় মুহম্মদ জাফর ইকবাল স্যার এর প্রথম বই। স্যার একটা পত্রিকায় নিউরনে অনুরণন নাম দিয়ে কলাম লিখতেন। পরবর্তীতে এই নামে গণিত বিষয়ক বই প্রকাশ করেন। খুবই জনপ্রিয় বই এটি। এই বইয়ের আরেকজন সহলেখক হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে গণিত নিয়ে আগ্রহ জাগাতে এই বইয়ের ভুমিকা অনেক।
নিউরনে আবারো অনুরণনঃ আগের বইয়ের পাঠকপ্রিয়তা এই বইয়ের দ্বিতীয় খন্ড প্রকাশ করতে উৎসাহী করে। গণিত বিষয়ে স্যার এর দ্বিতীয় বই।
গণিত এবং আরো গণিতঃ বইটা কি নিয়ে লেখা তা মান থেকেই বোঝা যাচ্ছে। এই বইয়ের আরেকজন সহলেখক হচ্ছেন জাকারিয়া স্বপন
বিজ্ঞানের একশ মজার খেলাঃ বিজ্ঞান জিনিসটা মজার। আর আমরা জোর জবরদস্তি করে বিজ্ঞানকে কঠিন করি। বিশ্বাস হচ্ছেনা? এই বই পড়লেই বিশ্বাস হবে।
দেখা আলো না দেখা রূপঃ বইয়ের বিষয় আলো। আলোর নিয়ে কারও আগ্রহ থাকলে তার জন্য এটা শুরু করার মত ভাল বই।
শিশুকিশোরদের জন্য গল্প, সায়েন্স ফিকশন এর পাশাপাশি বিজ্ঞান, গণিত নিয়েও প্রচুর লিখেছেন তিনি। চলুন দেখি এধরনের কি কি বই আছে?
থিওরি অফ রিলেটিভিটিঃ আইনস্টাইন এর এই থিওরি নিয়ে আমাদের যত আগ্রহ সেই তুলনায় জানার সুযোগ কম। বাংলায় তো আরও কম। জাফর ইকবাল স্যার আমাদের আগ্রহ পুরনের বড় সুযোগ করে দিয়েছেন এই বই লিখে।
সহজ ক্যালকুলাসঃ বীজগণিতের পর বিজ্ঞান এবং আরো কিছু বিভাগের শিক্ষার্থীদের ক্যালকুলাস নামক নতুন একটা গণিত শিখতে হয়। প্রশ্নটা হল এ নতুন গণিত কেন শিখতে হবে? বলা যেতে পারে এই প্রশ্নটা মাথায় রেখেই মুহম্মদ জাফর ইকবাল স্যার লিখেছেন এই বইটি। পাশ্চাত্যে ক্যালকুলাস বুঝার জন্য একাডেমিক বই ছাড়াও সব বয়সের মানুষের জন্য নানান লেখকের বই থাকলেও বাংলাদেশের লেখকের হয়তো এটাই প্রথম বই। যা নবম দশম শ্রেণির ছাত্ররাও বুঝতে পারবে, এমনভাবেই লেখা।
কোয়ান্টাম মেকানিক্সঃ পদার্থবিজ্ঞানের রহস্যময় জগৎ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমাদের পরিচিত জগতে আমরা যা দেখে অভ্যস্থ, কোয়ান্টাম মেকানিক্স এ তার কিছুই মেলে না! অণু-পরমাণু সেই ক্ষুদ্র জগৎকে ব্যাখ্যা করার জন্য এক সময় কোয়ান্টাম মেকানিক্স নাম দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা বিজ্ঞান গড়ে উঠেছিল। তাই নিয়েই এই বই
একটুখানি বিজ্ঞানঃ পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণিজগৎ, মহাকাশবিজ্ঞান, মনোবিজ্ঞান এসব ব্যাপারে প্রাথমিক ধারনা পেতে এই বইয়ের জুড়ি নেই। সায়েন্স পড়া নেই এমন কেউও খুব সহজে বুঝবে।
আরো একটু খানি বিজ্ঞানঃ এই বইটাকে আগের বইয়ের সিকুয়েল বলা যায়। আরও গভীর ও ডিটেইলে আলোচনা করা হয়ছে বিজ্ঞানের মৌলিক কিছু বিষয় নিয়ে।
নিউরনে অনুরণনঃ গণিত নিয়ে একসময় মুহম্মদ জাফর ইকবাল স্যার এর প্রথম বই। স্যার একটা পত্রিকায় নিউরনে অনুরণন নাম দিয়ে কলাম লিখতেন। পরবর্তীতে এই নামে গণিত বিষয়ক বই প্রকাশ করেন। খুবই জনপ্রিয় বই এটি। এই বইয়ের আরেকজন সহলেখক হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বাংলাদেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে গণিত নিয়ে আগ্রহ জাগাতে এই বইয়ের ভুমিকা অনেক।
নিউরনে আবারো অনুরণনঃ আগের বইয়ের পাঠকপ্রিয়তা এই বইয়ের দ্বিতীয় খন্ড প্রকাশ করতে উৎসাহী করে। গণিত বিষয়ে স্যার এর দ্বিতীয় বই।
গণিত এবং আরো গণিতঃ বইটা কি নিয়ে লেখা তা মান থেকেই বোঝা যাচ্ছে। এই বইয়ের আরেকজন সহলেখক হচ্ছেন জাকারিয়া স্বপন
বিজ্ঞানের একশ মজার খেলাঃ বিজ্ঞান জিনিসটা মজার। আর আমরা জোর জবরদস্তি করে বিজ্ঞানকে কঠিন করি। বিশ্বাস হচ্ছেনা? এই বই পড়লেই বিশ্বাস হবে।
দেখা আলো না দেখা রূপঃ বইয়ের বিষয় আলো। আলোর নিয়ে কারও আগ্রহ থাকলে তার জন্য এটা শুরু করার মত ভাল বই।
Comments
Post a Comment