Posts

Showing posts from January, 2018

গুগল ম্যাপস এর ২১ টি টিপস ও ট্রিকস যা সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত

Image
আমাদের দেশে গুগল ম্যাপ যতটা কাজের উন্নত দেশে এটি তার চাইতে কয়েকগুনে বেশি কাজের। আমাদের দেশেও আমরা গুগল ম্যাপ নানাবিধ কাজে ব্যবহার করি। তবে চলুন মিলিয়ে দেখি এসবের সাথে আমরা পরিচিত বা এগুলো সম্পর্কে আমরা জানি কিনা। না জানলেও আসুন গুগল ম্যাপ এর ২১ টি টিপস ও ট্রিকস সম্পর্কে জানি, যা অবশ্যই আপনার জানা উচিত। দূরত্ব মাপা : গুগল ম্যাপ আপনাকে দুটি বিন্দুর ভেতর দুরত্ব মাপার সুবিধা দেয়। এখানে আপনি একদম পয়েন্ট টু পয়েন্ট দুরত্ব নির্নয় করতে পারবেন। অথবা একটি সোজা রাস্তার দুরত্ব একবিন্দু থেকে অন্য বিন্দুতে কত তা নির্নয় করতপ পারবেন। এজন্য আপনাকে যেকোন লোকেশনে ড্রপ পিন দ্বারা হোল্ড করতে হবে। এবং ড্রপ পিন এর ওপর চাপ দিলে কতগুলো এখানে অপশন পাওয়া যাবে; এখান থেকে Measure Distance এ ক্লিক করতে হবে। এভাবে আপনি দুরত্ব মাপতে পারবেন। রিয়েল টাইম লোকেশন: Share your location in real time নামে গুগল ম্যাপে নতুন ফিচার পাওয়া যাবে। এর মাধ্যমে আপনি অন্যদের জানাতে পারবেন আপনি এখন কোথায় আছেন। এজন্য মেনু থেকে Share Location এ ক্লিক করতে হবে তারপর ডিউরেশন সিলেক্ট করে, গুগল কনট্যাক্ট থেকে মানুষ সিলেক্ট করতে পারবেন