মেককোডের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এর বেসিক শিখুন!
তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের একটি অন্যতম বিশেষ স্কিল হচ্ছে প্রোগ্রাম লেখার ক্ষমতা! প্রোগ্রাম লেখার ক্ষমতা আপনাকে তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় একটি বিশেষ স্থান করে দিবে। প্রোগ্রামার হবার জন্য অনেকগুলো পথ রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোকন্ট্রোলারের সাথে কাজ করার প্রচেষ্টা! এই ক্ষুদ্রাকৃতির কম্পিউটিং ডিভাইসটি আপনাকে ভার্চুয়াল দুনিয়া এবং ফিজিক্যাল দুনিয়া দুটিতেই বিচরণ করার সুযোগ দিয়ে থাকে। মাইক্রোসফট কোম্পানির MakeCode হচ্ছে একটি নতুন কোডিং এনভায়রনমেন্ট, যেটা ব্যবহার করে আমরা সহজেই জাভাস্ক্রিপ্ট শিখতে পারি। মেককোড এর ল্যাঙ্গুয়েজগুলো সম্পূর্ণভাবে ইউজারের সিনট্যাক্স এর ব্যবহারের উপর নির্ভর করে না বরং কতগুলো নিদির্ষ্ট কমান্ডসমূহকে ধারাবাহিক ভাবে সাজিয়ে ড্রাগ এন্ড ড্রপ ইন্টারফেসের মাধ্যমে এপ্লিকেশন বিল্ড করে থাকে। কোড রাইটিংকে আপনি কবিতা লেখার সাথে তুলনা করতে পারেন! কবিতা লেখার জন্য শুধু ভাষার জ্ঞান থাকলেই চলবে না বরং উপযুক্ত শব্দ নির্বাচন এবং সেটাকে সঠিক স্থানে ব্যবহার করাকেও জানতে হবে। মেককোড এর অনেকগুলো ফিচারের মধ্যে একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এটি আপনাকে একচ...