DDos Attack কি? চলুন অাপনাদের আজকে লাইভ DDos Attack দেখাই হ্যাকারদের জনপ্রিয় Attack
DDos Attack কি? উইকিপিডিয়া: ডেনাইয়াল অফ সার্ভিস অ্যাটাক বা সেবা বাধাদানের আক্রমণ হলো কোনো কম্পিউটার সিস্টেমের কোনো রিসোর্স বা সেবার (service) প্রকৃত ব্যবহারকারীদের বাধা দেয়ার একটি কৌশল। কোনো কম্পিউটার বা সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টেম বা সাইটের যথাযথ কার্যক্রমকে ধীর গতির, বা অনেক ক্ষেত্রে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। Az say. Ddos attack হলো একটা ওয়েব সাইট কিছু সময়ের জন্য একদম Crush করে দেওয়া। অনেক সময় ওয়েব সাইটিকে একদম বন্ধ করে দেওয়া। বলতে পারেন যে Coc এর মত একটা বেস এ Attack করা। Ddos Attack হ্যাকারদের জন্য একটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু কেউ এটাকে ভালকাজে লাগায় কেউ কারাপ কাজে। DDOS ATTACK কেন করা হয় #ধরেন আপনি রাতে আপনার বিছানাতে ঘুমান। সেই বিছানাতে চাপাচাপি করে হলেও ৩ জন এর বেশি ঘুমানো যায় না। সেখানে যদি ৪ জন বা ৫ জন ঘুমানোর চেষ্টা করে। তাহোলেতো সমস্যা হবেই। #এরকমই প্রত্যেক ওয়েব সাইট এর একটা ধারন ক্ষমতা থাকে। যে একইসময়ই বা একদিনে কত গুলো ভিসিটর সেই ওয়েব সাইটটিতে প্রবেশ করতে পারবে। কিন্তু যদি ধরেন ১ ঘন্টায় যতগুলো ভিজিটর আসে। তা যদ...